• শিক্ষার্থীদের সাথে শিক্ষকের একাংশ ।।

    শিক্ষার্থীদের সাথে শিক্ষকের একাংশ ।।

  •                                                                  বার্ষিক ফলাফল প্রদান অনুষ্ঠান

    বার্ষিক ফলাফল প্রদান অনুষ্ঠান

  • বিদেশী মেহমানদের কাছে প্রধান শিক্ষক বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে  অবহিত করছেন ।।

    বিদেশী মেহমানদের কাছে প্রধান শিক্ষক বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করছেন ।।

  • বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের একাংশ প্রধান শিক্ষকের সাথে ।।

    বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের একাংশ প্রধান শিক্ষকের সাথে ।।

  •                                                                  বার্ষিক ফলাফল প্রদান অনুষ্ঠান

    বার্ষিক ফলাফল প্রদান অনুষ্ঠান

Message Corner
  • আবু আউয়াল ফোরকান

    আবু আউয়াল ফোরকান

    প্রধান শিক্ষক

Welcome to Rainbow KG & High School

প্রধান শিক্ষকের কিছু কথা

সম্মানিত অভিভাবক,
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।

রেইনবো  স্কুল এর পক্ষ থেকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। 
প্রাথমিক শিক্ষা কন্টেন্ট ইন্টারএ্যাকটিভ ডিজিটাল মাল্টিমিডিয়ার মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সচিত্র পাঠদান। বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত শুদ্ধ উচ্চারণের অঙ্গীকার নিয়ে আমরা শুরু করেছি একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। 

ঢাকা মহানগরীর প্রতিটি এলাকায় অসংখ্য স্কুল গড়ে উঠেছে। কিন্তু সত্যিকার অর্থে ভালো স্কুলের সংখ্যা খুবই কম। সেক্ষেত্রে আমাদের  প্রতিষ্ঠানটি এ অভাব পূরণে একটি ব্যতিক্রমী প্রচেষ্ঠা। 

মেধাবী শিক্ষকগণের উচ্ছল উদ্দীপনায় সুশিক্ষার এক অপূর্ব পরিবেশ গড়ে তোলা হয়েছে। শিক্ষার্থীরা যাতে করে তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত ক্ষেত্র খুঁজে পায়। সাধারণ শিক্ষার পাশাপাশি ব্যক্তিগত জীবনে ধর্মীয় শিক্ষার অনুশাসন, মানবিক মূল্যবোধ ও কমপিউটার শিক্ষা কর্মসূচীর বাস্তবায়নের মাধ্যমে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি অর্জনের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষা লাভের পথ নির্দেশ করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। 
সাথে সাথে চিত্রাঙ্কন, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক কর্মসূচী, খেলাধুলা, শিক্ষা সফর তাদের মেধা বিকাশে ইতিবাচক সুফল বয়ে আনবে।

আমরা আশা করি, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী চাহিদা মেটাতে এবং তাদের সুশিক্ষা লাভের সকল সুযোগ স¤প্রসারণ করতে সক্ষম হব ইন্শাল্লাহ্। 
আল্লাহ হাফেজ।

আবু আউয়াল ফোরকান
প্রধান শিক্ষক

Read More
Why Should you Choose Rainbow KG & High School ?

* বিষয়ভিত্তিক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী শিক্ষক/শিক্ষিকা কর্তৃক পাঠদান।
* সম্পূর্ণ নিরপেক্ষ নিয়োগপরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দান।
* গণিত ও ইংরেজি বিষয়ে সাধারণ ক্লাস ছাড়াও অতিরিক্ত ক্লাস এর ব্যবস্থা।
* নিয়মিত শ্রেণিকক্ষে পাঠ্যবিষয় বুঝিয়ে দিয়ে পড়া দেয়া এবং পরের দিন পড়া আদায় করা।
* দৈনিকপাঠ না শিখলে সংশোধনী ক্লাসের মাধ্যমে পড়া শেখানোর ব্যবস্থা।
* সকল শাখায় ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩০-৩৫ জনের মধ্যে সীমিত।
* জুনিয়রওয়ান ও প্রথম শ্রেণিতে সার্বক্ষণিক দু’জন শিক্ষকের ব্যবস্থা।
* নিয়মিত ডায়েরি সংরক্ষণ এবং দৈনিক পাঠ মূল্যায়নের ভিত্তিতে ডায়েরি মার্কস এর ব্যবস্থা।
* কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা।
* আরবি ও ধর্মীয় নিয়ম-নীতির ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা।
* চিত্রাঙ্কনের বিশেষ ব্যবস্থা।
* শিক্ষার্থীদেরকে শৃঙ্খলাবদ্ধ ও স্বনির্ভর করে গড়ে তোলার ব্যবস্থা।
* আধুনিক স্বাস্থ্যসম্মত শ্রেণিকক্ষ।
* সু-সজ্জিত বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব।
* ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে যোগ্যতা ও মেধার প্রাধান্য দেয়া।
* ছাত্র-ছাত্রীর শ্রেণি অনুসারে উপযুক্ত বয়সের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ।
* ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সম্পর্কিত যেকোন ধরনের সমস্যা ও পরামর্শ সরাসরি ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার সুযোগ।
* যেকোন ধরনের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
* অনুত্তীর্ণ শিক্ষার্থীদের আগের ক্লাসে রেখে যথাযথ যত্নের ব্যবস্থা।
* সুনিয়ন্ত্রিত শৃংখলাপদ্ধতি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা।

Our Teachers
counter Img
350

HAPPY STUDENTS

counter Img
13

DUTYFUL TEACHERS

counter Img
0

HELPFUL STAFF

counter Img
1

TOTAL BRANCH